শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আইকেএসএস ইসলামিক কনফারেন্স-২০২৫’। এতে দেশবরেণ্য ইসলামী আলোচকরা উপস্থিত থাকবেন। কনফারেন্সটির আয়োজন করছে ‘ইসলামিক নলেজ সিকার অফ সাস্ট’।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনাতয়নে মেয়েদের সেশনের মধ্য কনফারেন্সটি শুরু হবে। এই সেশনটির পর বিকাল সাড়ে ৪টায় শুরু হবে ছেলেদের সেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
করফারেন্সে ‘আদর্শ সমাজ গঠনে ইসলাম’ বিষয়ের উপর আলোচনা করবেন দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক ও আলেমগণ। এছাড়া কনফারেন্সটিতে ইসলামিক কুইজ প্রতিযোগিতা, বুক স্টল, প্রদর্শনী ও নাশিদ পরিবেশনা থাকছে।
আলোচকদের মধ্যে থাকবেন ঢাকা পলিটেশনিক জামে মসজিদের ইমাম মাওলানা আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম, ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক অধ্যাপক মোখতার আহমেদ, সিয়ানাহ ফাউন্ডেশনের সভাপতি মুফতি জিয়াউর রহমান, ইসলামি অনলাইন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি যুবায়ের আহমদ, শাবির কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান।
এছাড়া আরো উপস্থিত থাকবেন লেখক ও অনুবাদক ইমরান রাইহান ও নাশিদ শিল্পী শেখ এনামুল হক। কনফারেন্সটিতে শুধুমাত্র রেজিস্ট্রেশন করা ব্যক্তিরাই অংশগ্রহন করতে পারবেন।