বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন

৭ বছর বন্ধ থাকার পর খুললো সিলেটের সব পাথর কোয়ারি

  • প্রকাশের সময় : ১৪/০১/২০২৫ ০৩:৪৮:২৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
107

দীর্ঘ ৭ বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে খুলে দেয়া হলো সিলেটের কোয়ারিগুলো। বন্ধ থাকার কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমিক ও ব্যবসায়ীরা কোয়ারীগুলো খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে দীর্ঘ সাত বছর পর খুলতে যাচ্ছে কোয়ারিগুলো।


সোমবার (১৩ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরিনা আফরিন মোস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্বের আদেশটি বাতিল করা হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে গেজেটভুক্ত কোয়ারিসমূহের ইজারা কার্যক্রম সংক্রান্ত বিষয়ে গত ১৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে সারা দেশের গেজেটভুক্ত পাথর কোয়ারি, সিলিকাবালু কোয়ারি, নূরীপাথর, সাদা মাটি উত্তোলনসহ অন্যান্য সকল কোয়ারির ইজারা আপাতত বন্ধ থাকবে বলে যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে।


এতে করে সিলেটসহ সারাদেশ বন্ধ থাকা সকল পাথর ও বালু মহাল থেকে পাথর, বালু, সাদামাটি উত্তোলনে আর বাধা রইল না।


জানা গেছে, বিগত ২০১৮ সাল থেকে কোয়ারীগুলো পাথর উত্তোলন বন্ধ রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকায় কোয়ারি নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। ব্যবসায়ীরা হয়ে গেছেন দেউলিয়া। শ্রমিকরা হয়ে পড়েছেন কর্মহীন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শ্রমিকরা কোয়ারীগুলো খুলে দিতে দীর্ঘদিন থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি