ছাতকে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে সেরা বাউল অন্বেষণ, বইপড়া এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাস্ক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সভায় বাউল অন্বেষণ প্রতিযোগিতায় ‘ক’ এবং ‘খ’ গ্রুপের বিজয়ী ৪ জন, ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী দল ও বইপড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ মিলন মিয়া,ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, সমবায় কর্মকর্তা কাজীমোঃ মহসিন, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা কে এম মাহবুব রহমান, পল্লী উন্নয়ণ কর্মকর্তা প্রণব লাল দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ছাত্র সমন্বয়ক জুবায়ের আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।