বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন

শাবিতে ডি-নথি কর্মশালার উদ্বোধন

  • প্রকাশের সময় : ১৩/০১/২০২৫ ০২:২১:১১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
23

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উদ্বোধন করা হয়েছে ৬ দিনব্যাপি ডি-নথি কর্মশালা। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ৯২৯ নম্বর রুমে কর্মশালার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।


কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, ‌‘অফিস কার্যক্রমে আরও গতিশীল, স্বচ্ছ এবং সময়োপযোগী করতে ডি-নথি কার্যকরী ভূমিকা পালন করবে। এই কর্মশালার মাধ্যমে আমরা সবাই উপকৃত হব। এটি একটি গুরুত্বপূর্ণ কর্মশালা। আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি’। 


উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডি-নথি বাস্তবায়ন কমিটির সভাপতি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. এম. শহীদুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির। 


কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয় পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. ইউনুস আলী ও প্রিন্সিপাল ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার ড. খন্দকার মোহাম্মদ মমিনুল হক। 


প্রথম দিনের কর্মশালায় অংশগ্রহণ করেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান, ইনস্টিটিউট প্রধান এবং হল প্রভোস্টরা।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি