রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ভারতীয় মদের চালানসহ পুলিশের হাতে যুবক আটক

  • প্রকাশের সময় : ১৩/০১/২০২৫ ১২:০৩:৩৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
42

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় মদের চালানসহ সোনাফর আলী (২৩) নামের এক যুবককে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। 


প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, রবিবার (১২ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা পুলিশের এসআই মুহাম্মদ আসলাম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার বাংলাবাজার এলাকার বাঁশতলা মৌলারপাড় ব্রিজের উপর থেকে সোনাফর আলীকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। এ সময় সোনাফর আলীর কাছ থেকে ৮৬ বোতল অফিসার চয়েস বিদেশী  মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি টিভিএস মেট্রো প্লাস ১১০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।


আটক যুবক সোনাফর আলী উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের রকিব আলীর পুত্র।

 

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ  (ওসি) জাহিদুল হক সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি