সুনামগঞ্জের দোয়ারাবাজারে আগাম বন্যা বা পাহাড়ি ঢলের হাত থেকে ফসল রক্ষার লক্ষ্যে পিআইসির মাধ্যমে ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
উপজেলার লক্ষিপুর ইউনিয়নের খাসিয়ামারার ১৪ নাম্বার পিআইসির বাম তীরে এ বাঁধ নির্মাণ করা হচ্ছে, তবে অভিযোগ উঠেছে মাটির পরিবর্তে বালু দিয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণের এনিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে।
অবশেষে সোমবার সকালে দোয়ারাবাজার উপজেলা পাউবো কর্মকর্তা রায়হান ইসলাম ও স্থানীয় উপকারভোগী কৃষকের উপস্থিতিতে বালু সরিয়ে ফের মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় কৃষক ১১৩ জনের গণহারে স্বাক্ষর করে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদনের মাধ্যমে তারা জানান ফসল রক্ষা বাঁধ পরিপূর্ণ ভাবেই নির্মাণ করা হচ্ছে।
বক্তারপুর গ্রামের স্থানীয় কৃষক আব্দুল মান্নান বলেন, আমাদের এলাকায় ৭০ শতাংশ বালু মাটি তাই বাঁধ নির্মাণে কিছু বালু মাটি ব্যবহার করা হয়েছিল কিন্তু আজকে পাউবো কর্মকর্তার উপস্থিতিতে সেই বালু সরিয়ে ফের মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে।
কৃষক শাহ আলম বলেন মাটি দিয়েই বাঁধ নির্মাণ করা হচ্ছে এবং এই মাটিরমত ভাল মাটি আর নাই বিগত দিনে এমন ভাল কাজ হয়নি।
দোয়ারাবাজার উপজেলা (পাউবো) কর্মকর্তা রায়হান ইসলাম বলেন বক্তারপুরে ১৪ নাম্বার পিআইসিতে বালু মিশ্রিত মাটি দিয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছিল অভিযোগ পেয়ে সেখানে গিয়ে বালু সরিয়ে মাটি দিয়ে বাঁধ নির্মান করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং আমার উপস্থিতিতে বালু সরিয়ে মাটি দিয়ে বাঁধ সংস্করণ করা হচ্ছে।