বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন

শাবিতে অটোমোবাইল প্রযুক্তি সম্পর্কিত সংগঠন ‘অটোফিউশন’র যাত্রা শুরু

  • প্রকাশের সময় : ১২/০১/২০২৫ ০৯:১৪:১৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
21

অটোমোবাইল প্রযুক্তি সম্পর্কে পরিচিত, জ্ঞানের বিকাশ ও শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছে ‘অটোফিউশন’ নামে একটি সংগঠন। সংগঠনটি নতুন প্রজন্মকে উদ্ভাবনী সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করে অটোমোবাইল শিল্পের প্রতি আগ্রহী করে তুলবে।


রবিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 


সংগঠনটির প্রথম কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী  লাভানা পারভীন ও সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের   পিয়াল হাসান আবির।


কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন কোষাধ্যক্ষ সুকান্ত সাহা, সহ-সভাপতি তাশদিক বিন ইউসুফ, আয়োজক সম্পাদক সৈয়দা হুমায়রা সিদ্দিকা ও সহ-আয়োজক সম্পাদক সৈয়দ মাহমুদ সাদ, প্রকাশনা সম্পাদক সাদমান বিন জামান ও সহ-প্রকাশনা  সম্পাদক সামিহা আক্তার।


কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন আরিয়ান আহমেদ, জিকরুল শাহরিয়ার অয়ন, হাফিজুন নেছা লামি, রৌদ্র সরকার ও রাজিব দাস। এছাড়া আহ্বায়ক হিসেবে আছেন শুহাইব হাফিজ অয়ন, আলিফ আহমেদ, মো. মাহমুদুল কবির রাফি।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি