বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

সিলেট তামাবিল মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘ'র্ষে নারীর মৃ'ত্যু

  • প্রকাশের সময় : ১২/০১/২০২৫ ০৪:৪৬:২৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
86

সিলেট তামাবিল জাফলং মহাসড়কে মাটি বোঝাই ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারী যাত্রীর নাম মায়ারুন নেছা (৪০)।তিনি গোয়াইনঘাট উপজেলার লামা কুটাপাড়া গ্রামের হাজী সাহিদ আহমদের স্ত্রী। 


রবিবার (১২ই জানুয়ারি) নাম্বারপ্লেট বিহীন একটি সিএনজি চালিত অটোরিকশা সিলেট অভিমুখে যাচ্ছিলো। সকাল সোয়া ১১টার দিকে অটোরিকশাটি তামাবিল মহাসড়কের করিচেরপুল নামক এলাকায় এসে পৌছালে মাটি বোঝাই একটি ড্রামট্রাকের (রেজি নং- ঢাকা মেট্রো -ড-১১-৬০৫১) সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে ওই নারী যাত্রীর মৃত্যু হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ট্রাকটি পাশ্ববর্তী জমি থেকে মাটি পরিবহন করছিলো। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা ও তামাবিল হাইওয়ে থানা পুলিশ টিম এসে ঘটনাস্থলে পৌছে নারীর মরদেহ উদ্ধার করে। 


বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান, ট্রাকটিকে আটক করে হাইওয়ে পুলিশ হেফাজতে দেয়া হয়েছে। নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ  হাসপাতালে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি জানিয়েছেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি