বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ডিআই ট্রাক ও মোটর সাইকেলসহ ২ জন আটক

  • প্রকাশের সময় : ১২/০১/২০২৫ ১১:১৫:৪৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
47

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযানে ১টি ভারতীয় রয়েল এন্ড ফিল্ড হান্টার ৩৫০ সিসি মোটর সাইকেল ও ডিআই ট্রাকসহ ২জনকে আটক করা হয়েছে।


রবিবার (১২ জানুযারি) গভীর রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট তামাবিল মহাসড়কে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন, জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফৌদ গ্রামের আব্দুল মালিকের ছেলে মো. মাসুদ আহমদ রাজু (২০) ও একই গ্রামের ইদ্রিছ আলীর ছেলে জুবায়ের আহমদ (২২)।


জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১টি রয়েল এন্ড ফিল্ড হান্টার মোটর সাইকেল, মোটর সাইকেল বহনকারী ডিআই ট্রাক সহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত মামলা দায়ের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। মামলা দায়ের পূর্বক তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি