বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন

শাবির ‘রিম মিউজিক্যাল ক্লাব’র সভাপতি মিথুন, সম্পাদক পরশ

  • প্রকাশের সময় : ১০/০১/২০২৫ ০৬:১৪:০৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
46

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মিউজিক বিষয়ক সংগঠন রিম মিউজিক্যাল ক্লাবের ২৪তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিথুন প্রসাদী ও সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের জিওগ্রাফি এন্ড এনভাইরনমেন্ট   বিভাগের নুরুল হাসনাত জিলান পরশ দায়িত্ব পেয়েছেন।


শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনটি হতে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 


কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আবদুল্লাহ আল মাসুদ, সহ-সাধারণ সম্পাদক রিয়াসাত তাসিন চৌধুরী, ব্যান্ড লিডার গাজী ফাহমিদুর রহমান ও সহ-ব্যান্ড লিডার মাহমুদুল হাসান সোহান, সাংগঠনিক সম্পাদক হয়েছেন ও মুজাহিদ বিল্লাহ ফারুকী মুশফিক, সহ-সাংগঠনিক সম্পাদক তাহফিমুল  হক, তারেকুল আলম ও সাদিয়া তানজিম আলভী।


এছাড়া অর্থ সম্পাদক এন.এম.রাকায়েত হাসান ও সহ- অর্থ সম্পাদক  মাহাদী হাসান, রাফিয়া তাসকিন নূর দোলা ও সায়েদ আদন আহমেদ অতি, মিউজিক স্কুল সমন্বয়ক প্রনয় কৃষ্ণ বর্মন,  সহ-মিউজিক স্কুল সমন্বয়ক অর্ক প্রভ রায়, বৈশাখী ভ্যারোনিকা কুবি সাইফুজ্জামান আকাশ, ব্যান্ড ম্যানেজার মহিদুল ইসলাম চৌধুরী আদিল ও সহ-ব্যান্ড ম্যানেজার সৌরভ হাসান। 


কমিটিতে কার্য-নির্বাহী সদস্য হিসেবে আছেন আশিক বিল্লাহ, সাদমান হৃদয়, সুমন, নাফিজ আহমেদ, মাজহারুল ইসলাম তোহা, আকাশ সরকার, কৌশিক গোয়ালা, আদিত্য, নকিব হাসান শুভ, নুমান হাসান শুভ্র, অভিজিত কুমার চৌধুরী, সৌরভ কুমার সরকার, বর্ন, ইমন চন্দ্র দাস ও শাহরিয়ার হাসান ফাহিম।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি