বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

চ্যানেল এস’র ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : ১৮/১২/২০২৪ ০৬:২৬:৪৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন
Share
44

বিলেতে প্রতিষ্ঠিত ইউরোপে বাঙালিদের সংকট সংগ্রাম ও সম্ভাবনার সব খবরে দর্শক ভালোবাসায় ২০ থেকে ২১ বছরে পা রাখলো জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস। কমিউনিটির বিশিষ্ট জন ও দর্শক ভালোবাসায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী।


সোমবার (১৬ডিসেম্বর) চ্যানেল এস’র নিজস্ব ভবনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও কমিউনিটির সর্বস্থরের মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণে ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস পালন করেছে।


সোমবার চ্যানেল এস দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত লাইভ ও রেকর্ডেড বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করেছে। সন্ধ্যা ৭টা থেকে লাইভ অনুষ্ঠানে কমিউনিটির শতাধিক সংগঠন ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা দিয়ে সিক্ত করে চ্যানেল এস কে। পরে রাত ৮টায় কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


টেলিভিশনের হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খানের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলীল, ভাইস চেয়ারম্যান আব্দুল হক, সিইও তাজ চৌধুরী, হেড অফ নিউজ মিলটন রহমান, নিউজ ইনচার্জ রুপি আমীন, সিনিয়র নিউজ প্রেজেন্টার ড.জাকি রেজওয়ানা আনোয়ার।


এছাড়া বিশেষ অতিথি ছিলেন সাবেক ব্রিটিশ এমপি পল স্কালি, ব্যারোসে পলা মঞ্জিলা উদ্দিন, সাবেক এমপি কেইথ বেস্ট, ডেপুটি লেফটেন্যান্ট ড.মোহাম্মদ সাখাওত হোসাইন, লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি মৌমিতা জিনাত টাওয়ার হ্যামলেটস ডেপুটি মেয়র মায়ূম মিয়া তালুকদার, হ্যারো কাউন্সিলের মেয়র কাউন্সিলর সেলিম চৌধুরীসহ কমিউনিটির বিশিষ্টজন।


এসময় অতিথিরা বলেন, গত ২০ বছরে ব্রিটেনের বাংলা কমিউনিটির দিক নির্দেশক হিসাবে কাজ করেছে চ্যানেল এস ও তারা ইতিবাচক বাংলাদেশকেও এই কমিউনিটির কাছে তুলে ধরেছেন।


চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি বলেন, আপোষহীন মনোভাব ও নিরপেক্ষ অবস্থান চ্যানেল এসকে সব থেকে আলাদা করেছে। এভাবেই আপনাদের ভালোবাসায় চ্যানেল এস এগিয়ে যেতে চায়।


২০ বছর আগে যে লক্ষ্যে চ্যানেল প্রতিষ্ঠা করা হয়েছিল সেটি অনেক আগেই পূরণ করেছে উল্লেখ করে ফাউন্ডার চেয়ারম্যান মাহি ফেরদৌস জলীল বলেন, আরও নতুন নতুন আইডিয়ার মাধ্যমে চ্যানেল এসকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে কমিউনিটির সকলের ভালোবাসা আর সহযোগিতা চান তিনি।


চ্যানেল এস’র সিইও তাজ চৌধুরী ও অনুষ্ঠান বিভাগের প্রধান ফারহান মাসুদ খান বলেন, নতুন বছরে চ্যানেল এস আরও কিছু বৈচিত্র্যময় অনুষ্ঠান নিয়ে আসবে। তবে সেইসব অনুষ্ঠানে নতুন প্রজন্মকে প্রাধান্য দেয়া হবে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি