রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

মানবাধিকার দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : ১১/১২/২০২৪ ১২:১৬:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
15

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে র‍্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।


সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, কৃষি কর্মকর্তা আহসান হাবিব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নূরে আলম সিদ্দিকী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার দিলোয়ার হোসেন, উপজেলা জমিয়তের সভাপতি এম আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ,  শিক্ষক মানিক লাল চক্রবর্তী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজসহ প্রমুখ৷


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি