রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

ছাতকে সহকারী শিক্ষিকা দিলরুবা বেগমকে বিদায়ী সংবর্ধনা

  • প্রকাশের সময় : ১০/১২/২০২৪ ০১:০০:৪৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
24

ছাতকে জাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা দিলরুবা বেগমের অবসর জনিত বিদায় উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার বিদ্যালয় হলরুমে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। 


এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবু সাঈদের পরিচালনায় জাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দিলরুবা বেগমের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঈনপুরজনতা মহা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদপুর দাখিল মাদ্রাসায় সুপারিন্টেন্ডেন্ট মাওলানা নুরুল হক,সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক মাও:নিয়ামত উল্লাহ।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলী আহমদ শিলু, ডাক্তার রাজু হালদার, বনমালি বিশ্বাস, বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জুসনা বেগম, শিক্ষক মাহবুব আলম, রায়হান আহমেদ।


বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি