রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

জকিগঞ্জে প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা

  • প্রকাশের সময় : ১০/১২/২০২৪ ১২:৩৪:৩০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
27

জকিগঞ্জে প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।


প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশনের উপ পরিচালক ডা. এ এস মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম।


বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আব্দুল আহাদ।


সভায় প্রজন্ম রিসার্চ ফাউন্ডেশন জকিগঞ্জে তাদের বিভিন্ন কার্যক্রমের সচিত্র বিবরণ, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় তাদের নতুন ব্রাঞ্চ প্রকল্প, ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদত্ত বিভিন্ন সেবার বর্ণনা প্রদান করেন।


এসময় অতিথিরা জকিগঞ্জে প্রজন্মের বিভিন্ন কার্যক্রম, বিশেষত মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় গৃহীত বিভিন্ন প্রকল্প যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি লাভ করছে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে প্রশংসিত হচ্ছে, এ বিষয়ে আলোকপাত করেন।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি