কুলাউড়ায় আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৩ সফল নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার( ৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এ সম্মাননা প্রদান করা হয়।
এসময় কুলাউড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহি উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল মাসুদ, কুলাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ময়নুল হক পবন, তথ্য কর্মকর্তা তাসপিয়া জাহান, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ প্রমুখ।
এসময় বক্তব্য রাখেন হেলথ অর্গান এর সভানেত্রী দিবা বেগম, শ্রেষ্ট জয়িতা রুমেনা আক্তার, স্বর্নালী দাস ও অনিতা রানী মালাকার প্রমুখ।
অনুষ্ঠানে শ্রেষ্ট ৩ জয়িতা নারী ক্যাটাগরিতে নারী উদ্যোক্তা রুমেনা আক্তারকে, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল ক্যাটাগরিতে শিক্ষিকা স্বর্নালী দাস ও সফল জননী নারী হিসাবে অনিতা রানী মালাকার সম্মাননা প্রদান করা হয়।