আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে গোয়াইনঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামী শুদ্ধতা" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় দুর্নীতি বিরোধী দিবসের পালনের লক্ষ্যে উপজেলা পরিষদের সম্মুখ সড়কে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষক শিক্ষার্থীসহ সকলের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা দুর্নীতিবিরোধী কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।
সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস।
গোয়াইনঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইউসুফ কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালিকের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মো. মনজুর আহমদ, সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, শিক্ষার্থী লিমন আহমদ, ফাইজা ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।