রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : ০৯/১২/২০২৪ ১১:০৫:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
20

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি দমন কমিশনের আয়োজনে  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র‍্যালী উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। 


আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জ্যোতি ভুষন তালুকদার ঝন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, ওসি তদন্ত ইরফানুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিসুর রহমান, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মাসুদুর রউফ পল্লব, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদ, সাধারণ সম্পাদক মো. নুরুল হক ও সাংগঠনিক সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি