রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

আ.লীগ মানুষের উপর সীমাহীন জুলুম করেছিল : চরমোনাই পীর

  • প্রকাশের সময় : ০৮/১২/২০২৪ ০৬:০৬:০৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
19

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ‘দেশী-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলায় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগ মানুষের উপর সীমাহীন জুলুম করেছিল যার কারণে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ভারতীয় আধিপত্ববাদ ও আগ্রাসন আজ বাংলাদেশকে অক্টোপাসের মতো আটকে ধরেছে।  সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। দেশ-বিদেশে এখনো দেশ বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, কেউ কেউ ফ্যাসিবাদকে পুনর্বাসনের অপচেষ্টা করছে। তাই দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইস্পাত কঠিন জাতীয় ঐক্য গড়ে তুলে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। ৫ আগস্টের পরে দেশের আলেম-ওলামাদের দায়িত্ব বহুবনে বেড়ে গিয়েছে। আলেম ওলামাদের প্রতি মানুষের প্রত্যাশাও বেড়েছে।’


তিনি বলেন, ‘দুর্নীতি দুঃশাসন ও সন্ত্রাসমুক্ত সুখী সমৃদ্ধ দেশ গড়তে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। আমাদেরকে মতাদর্শীক অবস্থান থেকে উর্ধ্বে উঠে নিরপেক্ষ রাজনীতি কৌশল নীতি গভীরভাবে চিন্তা করতে হবে। কল্যাণ রাষ্ট্রই সকল শ্রেণী পেশা ধর্মের মানুষের রাজনৈতিক  অধিকার নাগরিক অধিকার ধর্মীয় অধিকার নিশ্চিত করতে পারে।’


রোববার (৮ ডিসেম্বর) বিকাল ৩টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের ভিআইপি লাউন্সে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত কল্যাণ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব  চরমোনাই উপরোক্ত কথাগুলো বলেন।


সিলেট জেলা সভাপতি মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজুর সভাপতিত্বে ও মহানগর সভাপতি হাফিজ মাওলানা আসআদ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার, তালিমুল ইসলাম ইনস্টিটিউট ঢাকার পরিচালক মাওলানা লুতফুর রহমান ফরায়েজী, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতী মঈনুদ্দিন খান তাভীর, মাওলানা শায়ক নাসির উদ্দিন মোহতামিম দারুল হাদিস শাহ গাজী বোরহান উদ্দিন রহমাতুল্লাহি মাদ্রাসা, মাওলানা শাহ মমশাদ আহমদ মুহাদ্দিস জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার, সাইফুল হাদিস মুফতী আব্দুল মোতাব্বির মুহতামিম কলাবাড়ি মাদ্রাসা, মাওলানা মাসুক আহম্মদ সালামি শিক্ষা সচিব দারুস সালাম খাসদবির, মাওলানা শাহ এনামুল কবির জুনাইদ ছানি শায়খুল হাদিস শাহ গাজী বোরহান উদ্দিন রহ. মাদরাসা, মাওলানা মুফতি জিয়াউর রহমান ইমাম ও খতিব আম্বরখানা জামে মসজিদ, মাওলানা আহমদ কবির খলিল জামেয়া তাওয়াককুলিশা রেঙ্গা সিলেট প্রমুখ।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি