রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ন
নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

দক্ষিণ সুরমায় অ.স্ত্রের মুখে জি.ম্মি করে ডা.কাতি

  • প্রকাশের সময় : ০৮/১২/২০২৪ ১২:০৭:৪৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
766

সিলেটের দক্ষিণ সুরমার অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মোল্লারগাঁও ইউনিয়ের বেটুয়ারমুখ গ্রামে সাবেক ইউপি সদস্য মরহুম ইলাছ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। 


বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মোঃ মিজানুর রহমান।


পুলিশ ও মরহুম ইলাছ মিয়ার পারিবারিক সুত্র জানায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে পরিবারের সবাই ঘুমন্ত থাকা অবস্থায় ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সবাইকে দেশীয় অস্ত্র মাধ্যমে জিম্মি করে ফেলে। এরপর তাদের ভয়ভীতি প্রদর্শন করে প্রায় দশ ভরি স্বর্ণ ও নগদ আড়াই লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়।


মরহুম ইলাছ মিয়ার মেয়ের জামাই শামিমুর রহমান জানান, তার স্ত্রী-সন্তান সহ পরিবারের সবাইকে জিম্মি করে ডাকাতদল ঘরে থাকা প্রায় দশ ভরি স্বর্ণ ও নগদ আড়াই লক্ষাধিক টাকাসহ মুল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এবিষয়ে তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।


দক্ষিণ সুরমা থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিকটিম পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরে অনাগ্রহী হওয়ার কারণে এখনো মামলা হয়নি। তবে যদি তারা আসে সাথে সাথে মামলা নেয়া হবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি