মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাটে নদী সমুহের উৎস মুখে পাথরস্তুপে বদলে গেছে পিয়াইন,ধলাই নদীর গতিপথ। ফলে বর্ষা মৌসুমের শুরুতেই ফাস্ট ফ্লাডে আশপাশে মারাত্মক ভাঙ্গনের শিকার হচ্ছে ফসলি জমি,পান সুপারির বাগান,চা বাগান,বাড়িঘর। এমতাবস্থায় পরিবেশ সমুন্নত রাখতে এবং নদীর গতিপথ পূর্বাবস্হায় ফিরিয়ে আনতে প্রশাসন তরফে কার্যকর ব্যবস্হা নিতে প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল গোয়াইনঘাটের পর্যটন এলাকা পরিদর্শন করেছে।
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল দিনব্যাপী জাফলং ও বিছনাকান্দি জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন করেন।
শনিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিছনাকান্দি ও বেলা ২টায় জাফলং জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন করেন। এসময় জাফলং পর্যটন কেন্দ্র জাফলং জিরো পয়েন্ট হইতে নদী পথে সংগ্রামপুঞ্জি হয়ে পূনরায় বল্লাঘাট পর্যন্ত এলাকা ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। এসময় সরজমিন প্রতিনিধি দলের সদস্যরা জাফলং জিরো পয়েন্ট ও বিছনাকান্দি জিরো পয়েন্টে উৎসমুখের পাথরস্তুপ এবং এই স্তুপকৃত পাথরের দ্বায়া সৃষ্ট ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন। ভবিষ্যতে সমুহ ভয়াবহ ক্ষয়ক্ষতি রোধে এসব স্তূপিকৃত পাথর অপসারণ সাপেক্ষ নদীর গতিপথ ফিরিয়ে আনা,নদীর ভাঙ্গন রোধ,নদীর নাব্যতা ফিরিয়ে আনার বিষয়ে করণীয় সংক্রান্ত সুপারিশ প্রদানের উদ্দেশ্যে গঠিত কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের পুলিশ সুপার ওএনটি আমিনুল ইসলাম, সিলেট পানি উন্নয়ন বোর্ডর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হোসাইন মোহাম্মদ আল জুনায়েদ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান পিএসসি,গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার সদ্য পদোন্নতি প্রাপ্ত (অতিরিক্ত জেলা প্রশাসক) মোঃ তৌহিদুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে ছালিক রুমাইয়া,গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সহিদুর রহমান, গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভুমি সাইদুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল প্রমুখ।
এসময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)দেবজিৎ সিংহ বলেন, সিলেট জেলার জাফলং জিরো পয়েন্ট ও ভোলাগঞ্জ জিরো পয়েন্টে স্তুপকৃত পাথর অপসারণ, একই সাথে পাথরের পরিমাণ বৃদ্ধির ফলশ্রুতিতে নদীর গতিপথ পরিবর্তন, নদীর ভাঙ্গন রোধ, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ বিওপিটি ধলাই নদীর ভাঙ্গন হতে রক্ষার্থে রক্ষামূলক কাজ (Protective Works) নির্মাণ এবং জাফলং ও সাদাপাথর পর্যটন স্পট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত নদীর নাব্যতা বৃদ্ধির বিষয়ে করণীয় সংক্রান্ত সুপারিশ প্রদানের উদ্দেশ্যে গঠিত কমিটির সদস্যদের নিয়ে আজ ভোলাগঞ্জ, জাফলং ও বিছনাকান্দি জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনে প্রাপ্ত তথ্য উপাত্ত ঊর্ধ্বতন কতৃপক্ষের নিকট পাঠানো হবে। এ ব্যাপারের উর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।