রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

গোয়াইনঘাটে সোনালী ফসলে ভরে উঠেছে কৃষকের গোলা

  • প্রকাশের সময় : ০৬/১২/২০২৪ ১০:৫৯:২৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
23

বাড়িতে বাড়িতে মৌ মৌ গন্ধ, সোনালী ফসলে ভরে উঠছে কৃষকের গোলা। গোয়াইনঘাট জুড়ে আশানরুপ ফলেছে আমন ধান। মাঠে মাঠে সোনালী আভা। প্রতিটি ফসলের মাঠ হলদে রংয়ে সেজেছে। হেমন্তের বাতাসে মনের সুখে কৃষকরা কাটছেন সোনালী ফসল। কেউ কেউ আবার মাঠেই যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটা, মাড়াই ও বস্তাবন্ধি করাচ্ছেন। গানের সুরে ধান,কাটা ও মাড়াই যেন একটা বাড়তি আবহ তৈরী করেছে ফসলের মাঠে। মাঠে "খলা" তৈরী করে ধান শুকানোর জন্য ব্যস্ত গায়ের কৃষানী বধু। ঘরে ঘরে নতুন ধান প্রাপ্তির বাড়তি আনন্দ। আনন্দ মাতোয়ারা কৃষক পরিবারের ছড়িয়ে পড়ছে আশ পাশেও। গোয়াইনঘাট জুড়ে সর্বত্রই দেখা যাচ্ছে বাম্পার ফলন হয়েছে আমন ধানের। যে মাঠেই তাকাবেন সেখানেই বাম্পার ফলনের চিত্র। আবহাওয়ার অনুকুল পরিবেশ, উন্নত ও স্থানীয় আবহাওয়ায় খাপ খাওয়া ধানের জাত নির্দারণ, কৃষি বিভাগ থেকে মাঠ পর্যায়ে কৃষকের প্রতি সঠিক দিক নির্দেশনায় রেকর্ড পরিমান আমন ধানের বাম্পার ফলন হয়েছে সিলেটের গোয়াইনঘাটে।


কৃষি বিভাগের লক্ষমাত্রার ছাড়িয়ে গেছে ধান রোপন ও প্রত্যাশিত অর্জন। সিলেটের গোয়াইনঘাটে এবার উপজেলা কৃষি বিভাগের আমন লক্ষমাত্রা ছিলো ১৭ হাজার ৬শত ৩২ হেক্টর, কৃষকরা তা ছাড়িয়ে বাড়তি রোপন করায় তা ১৮ হাজার ৬৩ হেক্টর এবং তা মোট অর্জনে পরিণত হয়েছে। গোয়াইনঘাটের ফসলের মাঠে এবার ব্রি৫১.৪২,২২,২৩,৪৯,৭৫,৮৭,৯৪,১০৩ জাতে  গোয়াইনঘাটের এবারের রোপিত আমন ধান থেকে ৪৮হাজার ৭শত ৭০ টন চাল উৎপাদন হবে এবং যার আনুমানিক বাজার মূল্য ২শত ৯০ কোটি টাকা। সরজমিনে গোয়াইনঘাটের সাতাইন পুকাশ, হাতিরপাড়া, কুওর বাজার, পাচপাড়া, চিতামইন, জুলাই, জুজমহল, নয়াখেল, লাফনাউট, বারহাল, হাকুর বাজার লামা দুমকা নিহাইন, ডৌবাড়ি, বড়ইতলা, খলারছটি, বলেশ্বর, গোয়াইন,লেঙ্গুড়া, সতি, শনিগ্রাম,তারুখাল, রাজনগর, গরুকচি, মাটিকাপা, দারিখেল,আমবাড়ি,হাইডর, টুকইর, বঙ্গবীর, খলামাধব টেকনাগুল, প্রতাপপুর,পান্তুমাই, বাউরভাগ হাওর, ভিত্রিখেল হাওর, ছোটখেল, হুয়াউরা,চৈলাখেল ৮ম খন্ড, নবম খন্ড, সানকিভাঙ্গা, বুদিগাও, তিতকুল্লি সর্বত্র এলাকা জুড়ে আমন ধানের বাম্পার ফলনের চিত্র চোখে পড়ে।


আলাপচারিতায় উপজেলার বিভিন্ন স্হানের কৃষকরা আমন ধানের প্রাপ্তিতে খুব খুশি। তারা জানিয়েছেন আবহাওয়া এবং সঠিক দিক নির্দেশনায় আমরা আশানুরূপ ফলাফল পেয়েছি। হাকুর বাজার ঘুষগ্রামের ফারুক উদ্দিন জানান,আমি ১০ বিঘা জমিতে আমন ধান চাষ করি,আলহামদুলিল্লাহ আমি আশানুরূপ ফলন পেয়েছি। ধান কাটা ও মাড়াই শেষ করে ধান শুঁকানোর কাজ চলছে।


কুওর বাজার চিতামইন গ্রামের কৃষক আব্দুস সালাম জানান,আমরা পুরো পরিবার কৃষি নির্ভর,এবার ৮ বিঘা ধান রোপন করেছি। ফলনও ভালো হয়েছে, শুকরিয়া মহান আল্লাহর তরে। গোয়াই গ্রামের কৃষক সুবাষ চন্দ্র পাল ছানা বলেন,এবার আমরা ৩৫ বিঘা জমি ধান চাষ করেছি,আশা করি ৫শত মন ধান পাবো। আমনের প্রত্যাশিত ফলাফলে আমরা কৃষক পরিবার সন্তুষ্ট। উপসহকারী কৃষি অফিসার আব্দুল্লাহ আল জাবির ও মিনহাজ হোসেন কামরান জানান, পূর্ব জাফলং ইউনিয়নে সর্বত্র ফসলের মাঠে আমনের বাম্পার ফলন হয়েছে।  আমরা সব সময় কৃষকদের দোরগোড়ায় গিয়ে তথ্য ও সেবা দিচ্ছি।  এখন পর্যন্ত ৯০%-৯৫% আমন কর্তন সম্পন্ন হয়েছে।


এসব এলাকার কৃষকরা উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি জানান, গোয়াইনঘাটে কৃষি বিভাগের লক্ষমাত্রার চেয়েও বেশি আমন ধানের রোপন ও বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি বিভাগ সরাসরি কৃষকের পাশে আছে।

 

উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম জানান,গোয়াইনঘাটে সবকটি ইউনিয়নেই আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকুল আবহাওয়া সঠিক জাত ও আমাদের কৃষি বিভাগের তদারকি ও সহযোগিতা ভালো ফলাফলে ভূমিকা পালন করেছে। কৃষি উন্নয়নে বিনামুল্যে, সার, বীজসহ সকল উপকরণ দিয়ে সরকার আমাদের কৃষকদের পাশে আছে।  কৃষি ও কৃষকদের উন্নয়ন সরকার সব সময় আন্তরিকতার সহিত কাজ করে আসছে।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি