রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও স্বর্ণের চালান জব্দ

  • প্রকাশের সময় : ০৬/১২/২০২৪ ০৬:৫১:১৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
27

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের সিটের নিচ থেকে আবারও পরিত্যক্ত অবস্থায় প্রায় সোয়া কোটি টাকার স্বর্ণের চালান জব্দ করা হয়েছে।


শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টা ২৫ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটে (বিজি-২৪৮) সিটের নিচে পলিথিনে রাখা স্বর্ণের চালানটি জব্দ করেন কাস্টমস কর্মকর্তারা।


বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ার ফ্রেডের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ।


তিনি বলেন, জব্দ হওয়া স্বর্ণের মধ্যে ১৮পিস চুড়ি ও ৩ পিস চেইন তৈরি করে আনা ওজন এক কেজি ১৬৬ গ্রাম। এর বাজার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা হবে জানিয়েছেন তিনি।


তিনি বলেন, চোরাচালানে জড়িত যাত্রী কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে স্বর্ণ ফেলে রাখে। ওই ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি।


প্রসঙ্গত: বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের (বিজি-২৪৮) এর অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ১ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকার ১১ পিস স্বর্ণের বার জব্দ করে শুল্ক গোয়েন্দারা। জব্দ করা ১১টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ২৮৩ গ্রাম।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি