রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

ভারতে হাইকমিশনে হামলার প্রতিবাদে শাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : ০৪/১২/২০২৪ ০৫:২৩:৫৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ভারতে হাইকমিশনে হামলার প্রতিবাদে শাবিতে মানববন্ধন।
Share
20

ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন হয়েছে।


বুধবার (৪ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে’ এ কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধনে শাবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাঈম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন লোকপ্রশাসন বিভাগের মনির হোসেন, ব্যবসায় প্রশাসন বিভাগের আদনান মোহন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের জহিরুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব ও উসামা।


মনির হোসেন বলেন, ভারতে বাংলাদেশ হাইকমিশনে যে সন্ত্রাসী হামলা করা হয়েছে সেটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাতের শামিল। বাংলাদেশ বীরের জাতি গত ৫ অাগষ্ট স্বৈরাচারমুক্ত দেশ গড়তে যেভাবে সকলে একই ছাতার নিচে জড় হয়েছিল, একইভাবে নতুন কোনো সংকটে আমরা একসাথে মোকাবিলা করবো।


ভারতের উদ্দেশ্য এই শিক্ষার্থী আরও বলেন, ভারত প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলে। তবে দেশটি প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেনি। অতীতে বাংলাদেশের সংকট শিক্ষার্থীরা যেভাবে রুখে দিয়েছে, সেভাবে আমরা ভারতীয় আগ্রাসন রুখে দিতেও সজাগ থাকবো।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি