রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

‘সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টার’র সভাপতি তানভীর, সম্পাদক সাজ্জাদুর

  • প্রকাশের সময় : ০৪/১২/২০২৪ ০৫:১৩:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ‘সাস্ট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টার’র সভাপতি তানভীর, সম্পাদক সাজ্জাদুর।
Share
16

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের ১২তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।


এতে সভাপতি হিসেবে পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভীর সরওয়ার ও সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের তৃতীয় বর্ষের সাজ্জাদুর রহমান নির্বাচিত হয়েছেন।


বুধবার (৪ ডিসেম্বর) সকালে সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


কমিটির বিভাগীয় উপদেষ্টা হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো.সাইফুল আলম।


কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছে-সহসভাপতি মিনহাজ চৌধুরী, কোষাধ্যক্ষ ফারসা সুলতানা ছোয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মারিহা কুমকুম অমি ,সাংগঠনিক সম্পাদক মুহয়ী শারদ, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফা মুনতাসির খান, দপ্তর সম্পাদক অনন্ত সূত্রধর, প্রকাশনা সম্পাদক জুনায়েদ হোসাইন, প্রচার সম্পাদক তাফহিমুল হক, মৈত্রী সম্পাদক অঙ্কন পাল, মেম্বারশিপ চেয়ারপার্সন আনিকা তাহসিন অর্থি।


কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন রাজু ইসলাম, মুনতাহা মনির ও মেজবাউল হক। স্বেচ্চাসেবক হিসেবে আছেন তাওহীদ  ই ইলাহি অলিভ, সাইমা ইসলাম, মোহায়মেনু ইসলাম, নুমান হাসান শুভ্র, তাসনিম ইকবাল, সুশান্ত বিশ্বাস, আসাদুল্লাহিল গালিব আদিব, উৎস বাধুরী, দয়াল সাহা।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি