রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ঘুমন্ত স্ত্রীকে হ ত্যা, আটক স্বামী

  • প্রকাশের সময় : ০১/১২/২০২৪ ০৭:১৯:৪৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: ঘাতক স্বামী মো.সাইদী চৌধুরী (২১)।
Share
38

সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রীকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে এক পাষন্ড স্বামী। হত্যার পর ঘাতক স্বামী মো.সাইদী চৌধুরীকে (২১) আটক করেছে পুলিশ।


রোববার (১ ডিসেম্বর) ভোরে সুনামগঞ্জ সদর থানার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাকিবা বিবি (৩০) একই গ্রামের আছান নবীর মেয়ে।


বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক।


জানা যায়, পারিবারিক কলহের জেরে রবিবার ভোর রাতে রাকিবাকে গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে স্বামী সাইদী। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে মুখে বালিশ চেপে রাখা হয়। সকাল সাড়ে দশটার দিকে আশপাশের লোকজন টের পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাকিবাকে অচেতন অবস্থায় চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে  মৃত ঘোষনা করেন।


এব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) নাজমুল হক জানান, রাকিবা বিবি হত্যার ঘটনায় তার স্বামীকে আটক করা হয়েছে। বর্তমানে সে থানা হেফাজতে আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি