রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

বিশ্বনাথে ২০০ চক্ষু রোগী পেলেন ফ্রি চিকিৎসা

  • প্রকাশের সময় : ০১/১২/২০২৪ ০৭:০৬:৩৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের বিশ্বনাথে ভার্ড চক্ষু হাসপাতালের ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প।
Share
20

সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদারের সহায়তায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন ২ শতাধিক অসহায় দরিদ্র মানুষ।


রোববার (১ ডিসেম্বর) সকালে উত্তর ধর্মদা গ্রামের ওসমানীনগর ভার্ড চক্ষু হাসপাতালের উদ্যোগে, মুনদাতা এইড ইউকের অর্থায়নে ও এসোসিয়েশন ফর ম্যাশ এডভান্সম্যান্ট নেটওয়ার্ক (আমান) এর সহযোগিতায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দয়াল উদ্দিন তালুকদার।


অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য কমিউনিটি নেতা আলহাজ্ব মো.আহাদ মিয়া, বিশিষ্ট সমাজসেবক শেখ মনির উদ্দিন, ২নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মালিক হান্নান, ৩নং ওয়ার্ডের মেম্বার শেখ ফজর রহমান, ভার্ড চক্ষু হাসপাতাল ওসমানীনগরের ব্যবস্থাপক শফিকুর রহমান, এসোসিয়েশন ফর ম্যাশ এডভান্সম্যান্ট নেটওয়ার্ক (আমান) এর প্রতিনিধি সরাফত আলী, নূর মিয়া প্রমুখ।


শুরুতেই দোয়া পরিচালনা করেন উত্তর ধর্মদা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজুর রহমান।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি