রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

সিলেট সীমান্তে ১ কোটি ৯০ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ

  • প্রকাশের সময় : ০১/১২/২০২৪ ০২:০৪:৫৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
32

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র পৃথক অভিযানে ১ কোটি ৯০ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) দুপুরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি।


বিজিবি'র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার (৩০ নভেম্বর) ও রবিবার (১ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সংগ্রাম, সোনারহাট, প্রতাপপুর, উৎমা, মিনাটিলা, কালাসাদেক, কালাইরাগ, সোনালীচেলা এবং পাথরকোয়ারী বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় Clop-G Cream, Nimesulide Tablet, Cenik-Z Tablet, কাশ্মীরি হিজাব, থ্রী পিস, চিনি, লবন, গরুর মাংস, মদ, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, শিং মাছ, চোরাচালানী মালামাল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯০ লক্ষ ১১ হাজার ৩০০ টাকা।


এবিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি