রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন

সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলরের শয্যাপাশে সদর দক্ষিণ নাগরিক কমিটির নেতৃবৃন্দ

  • প্রকাশের সময় : ৩০/১১/২০২৪ ১০:১৮:৪৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
43

সদর দক্ষিণ নাগরিক কমিটির এডহক কমিটির সিনিয়র সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক অসুস্থ চঞ্চল মাহমুদ ফুলরের বাড়িতে গিয়ে তাঁর শারিরীক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন সদর দক্ষিণ নাগরিক কমিটির নেতৃবৃন্দ।


শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নেতৃবৃন্দ নগরীর লাউয়াইস্থ তাঁর বাড়িতে গিয়ে কিছু সময় কাটান ও শারিরীক অবস্থার খোঁজ-খবর নেন। নেতৃবৃন্দ সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলরের আশু সুস্থতা কামনা করেন।


এসময় উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদুর রহমান, লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়াহিদ, সদর দক্ষিণ নাগরিক কমিটির অর্থ সম্পাদক নুরুল ইসলাম সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খান, প্রচার সম্পাদক দিলোয়ার রানা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া প্রমুখ। 


প্রসঙ্গত, সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর গত ১৫ নভেম্বর (শুক্রবার) হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য ওইদিন রাতেই তাঁকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা শেষে ২৩ নভেম্বর সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি বাড়িতেই বেডরেষ্টে রয়েছেন।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি