রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন

যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও অটোরিকশা জব্দ

  • প্রকাশের সময় : ৩০/১১/২০২৪ ০৮:৪৮:৪৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
49

সিলেটের জৈন্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে ২৩ বোতল বিদেশি মদসহ একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।


শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত বাজার এলাকা থেকে মদ ও অটোরিকশাটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।


পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত সেনা ক্যাম্প সংলগ্ন এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালায় সেনাবাহিনীর টহলটিম। এ সময় টহলদল দরবস্ত বাজার এলাকায় পিউরিয়া সুইটসের সম্মুখে একটি নাম্বারপ্লেট বিহীন সিএনজি চালিত অটোরিকশা সিগন্যাল দিলে তাৎক্ষণিক গাড়ি থামিয়ে চালক পালিয়ে যায়। পরে গাড়ী তালাশ করে ২৩ বোতল এসি ব্ল্যাক ব্রান্ডের ভারতীয় মদ ভর্তি একটি কার্টুন উদ্ধার করা হয়।


খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত বিদেশি মদসহ অটোরিকশাটি জব্দ করে।


এব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অজ্ঞাতনামা একজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি