রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

দেশে ফেরার পথে সিলেট সীমান্তে আটক ৫

  • প্রকাশের সময় : ৩০/১১/২০২৪ ০৭:৪২:০৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
51

অবৈধভাবে ভারতে গিয়ে দেশে ফেরার পথে সিলেটের জৈন্তাপুর সীমান্তে ৫ বাংলাদেশী যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শনিবার(৩০নভেম্বর) বিকাল ৫টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।


আটককৃতরা হলেন-সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মো.মনির হোসেন (২৬), একই উপজেলার গিরিস নগর এলাকার কাজীলক মিয়ার ছেলে মো.সবুজ মিয়া (২৮), লুল্লারচর গ্রামের নুর হোসেনের ছেলে মো.হেকিম আলী (৪৭), সদর থানার ব্রক্ষণগাঁও গ্রামের মো.আব্দুল মান্নানের ছেলে মো.উজ্জল হোসেন (১৮), শাল্লা উপজেলার মারকুলি গ্রামের আহমদ আলীর ছেলে মো.সালেক নুর (৩৯)।


বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান।


বিজিবি জানায়, শনিবার বিকাল ৫টার দিকে ৫ বাংলাদেশি যুবক ভারত থেকে বাংলাদেশে আসার পথে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি'র অধীনস্থ জৈন্তাপুরের শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭৯/এমপি’র নিকট স্থানীয় জনগণের সহায়তায় টহলদল তাদের আটক করে। এসময় ২ জনের কাছে বাংলাদেশি ও ভারতীয় জাতীয় পরিচয়পত্র পাওয়া যায় । জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা সকলেই সুনামগঞ্জ জেলার অধিবাসী। কিছুদিন আগে কাজের উদ্দেশ্যে ভারতে গমন করেছিল ও আজ ভারত থেকে বাংলাদেশে ফেরত আসার সময় তাদেরকে বিজিবি গ্রেফতার করে।


এব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান জানান, আটককৃত বাংলাদেশী নাগরিকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি