রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

সিলেটে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ সামগ্রী জব্দ

  • প্রকাশের সময় : ৩০/১১/২০২৪ ০৬:১২:৪৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
40

সিলেটের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মাদকদ্রব্য ও ওষুধসামগ্রীসহ ৩৮ লাখ ৪৫ হাজার টাকার মালামাল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।


গত তিন দিনে সিলেট ব্যাটালিয়ন ১৯ বিজিবির পৃথক অভিযানে এসব ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়।


শনিবার (৩০নভেম্বর) এক এক বিজ্ঞপ্তিতে বিজিবি ১৯ ব্যাটালিয়ন জানায়, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার জৈন্তাপুর, সুরাইঘাট, লোভাছড়া ও সোনারখেওর বিওপি’র পৃথক আভিযানিক দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার ৬৩ হাজার ৩১৫ পিস ওষুধ, ৩ হাজার ৬৫০ কেজি চিনি, ভারতীয় জুতা ২৯ জোড়া, ভারতীয় থ্রিপিস ১০টি জব্দ করে। এসবের বাজারমূল্য আনুমানিক ২৩ লাখ ৮৪ হাজার ৪৫০ টাকা।


গত২৮ ও ২৯ নভেম্বর জৈন্তাপুর, লালাখাল, সুরাইঘাট, ডোনা, লোভাছড়া ও সোনারখেওর বিওপি’র পৃথক আভিযানিক দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩১২ কেজি ভারতীয় চা পাতা , ২ হাজার ১০০ কেজি চিনি, ২৯ হাজার পিস সুপারি, ২১৯ বোতল ভারতীয় মদ, ৭০ কেজি ভারতীয় পোস্তদানা এবং ভারতীয় ৪টি গরু জব্দ করে। এসবের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৬১ হাজার ৫০০  টাকা। তিনদিনের অভিযানে ভারতীয় জব্দকৃত চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৮ লাখ ৪৫ হাজার ৯৫০ টাকা


বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযানসমূহ পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের নিষ্পত্তির ব্যাপারে বিধি মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি