সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সহ অন্যান্য পাথর কোয়ারী খোলে দেয়ার দাবীতে এক ব্যবসায়ী শ্রমিক সমাবেশ স্থানীয় ভোলাগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৯ নভেম্বর) ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যাবসায়ী সমবায় সমিতির উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ আলম ভুইয়া।
সমিতির সিনিয়র সহসভাপতি এখলাছ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের কোষাধ্যক্ষ আব্দুস সালাম বাবুল, সিনিয়র সহ সভাপতি বাশির আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ, ভোলাগঞ্জ উচ্ছ বিদ্যালয়ের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ভোলাগঞ্জ ক্ষুদ্র পাথর ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উপদেষ্টা আব্দুর রাজ্জাক, মোঃ ফখরুল ইসলাম মেম্বার, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের উপদেষ্টা সদস্য মোঃ ফয়জুল হক, ৮নং ওয়ার্ডের মেম্বার দুলাল মিয়া দুলা, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের কার্যকরী সদস্য মোঃ আকদ্দুছ, ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের কার্যকরী সদস্য সাজ্জাদ হোসেন দুদু, মোঃ সিরাজুল ইসলাম, শানুর আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদ হাসিনা সরকার দেশের একটি লুটেরা শ্রেনীর স্বার্থ সুরক্ষায় তৎপর ছিলো। ফ্যাসিবাদের চিহ্নিত দোসররা বিদেশ থেকে দেশের রিজার্ভের মূল্যবান ডলারের অপচয় করে পাথর আমদানীর নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এদিকে সিলেটের হাজার হাজার মানুষকে রোজগার বঞ্চিত করে বন্ধ করে দেয়া হয়েছিল পাথর কোয়ারী। এখনো ফ্যাসিবাদের দোসরদের কারণে পাথর কোয়ারীতে শ্রমিকরা তাদের অধিকার ফিরে পায়নি। সভায় বক্তারা অবিলম্বে পাথর কোয়ারী সমুহ খোলে দেয়ার দাবী জানান। সভায় অবিলম্বে পাথর কোয়ারী খোলে না দিলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে বক্তারা উল্লেখ করেন।