বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন

দোলারবাজার ইউনিয়ন জাসাসের আহবায়ক কমিটি গঠন

  • প্রকাশের সময় : ২৯/১১/২০২৪ ০৫:৪৩:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

ছাতকের দোলারবাজার ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস'র ইউনিয়ন সন্মেলন বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে ইউনিয়নের জাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। 


ছাতক উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিমের সভাপতিত্বে ও উপজেলা জাসাসের সদস্য সচিব মো.গোলাম কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সন্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোলারবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফয়জুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, বিএনপি নেতা আনজব আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মাওলানা নিয়ামত উল্লাহ, উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক নজির আহমদ ও আজাদ মিয়া।


বক্তব্য রাখেন,বিএনপি নেতা আনোয়ার আলী,আসলম আলী,ছোরাব আলী,আবুল বশর,কৃষক দলের মনোহর আলী,আব্দুল গফুর,সুনু মিয়া,যুবদল নেতা আব্দুস সহিদ, কাওছার মিয়া,কুতুব উদ্দিন,ছাত্রদল নেতা বদরুল আলম মারজান,শাহরুল আমিন,মালেক আহমদ, ইমাদ উদ্দিন, নাজিম উদ্দীন, গোলাম রব্বানী জুনেল প্রমুখ। 


সন্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শুকুর আলী, আখলুছ আলী, হিরণ মিয়া, আনছার আলী, মকদ্দুছ আলী, বাবুল মিয়া, আফজাল আলী প্রমুখ। সন্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ক্বারী আছকির আলী। 


দোলারবাজার ইউনিয়ন জাসাসের সন্মেলনে সর্বসন্মতিক্রমে একটি সার্চ কমিটি গঠন করে সার্চ কমিটির মাধ্যমে ২১সদস্য বিশিষ্ট ইউনিয়ন জাসাসের আহবায়ক কমিটি গঠন করা হয়।  


কমিটিতে আহবায়ক মো.আসাদুজ্জামান (মঈনপুর), সিনিয়র যুগ্ম আহবায়ক মো.তাহের আলী(ভাওয়াল-আলমপুর), যুগ্ম আহবায়ক মোঃ এনামুল হক (বুরাইয়া), মো.তজন্মুল আলী (বসন্তপুর),মো আব্দুল মানিক (সুতারখালী), শাহ আব্দুল মতিন (খাগহাটা), মনোহর আলী (চানপুর), মো.রাহিম আলী (কুর্শি) ও সদস্য সচিব মো. আব্দুল তাহিদ (কল্যাণ পুর)।


আহবায়ক কমিটির সন্মানিত সদস্য রয়েছেন ফরহাদ মিয়া(পুর্ব বসন্তপুর), কাওছার মিয়া (রামপুর), কামরুল ইসলাম (বারগোপী), আব্দুস সালাম (মোহাম্মদ পুর), কলিম উদ্দিন (মুক্তারপুর), সাজ্জাদুল হক (কল্যাণপুর), মো.আইন উদ্দিন (রাউলী),পাশান উদ্দিন (লক্ষীপাশা), আক্তার হোসেন (আলমপুর), কাদিয়ান কবির(মঈনপুর), আনোয়ার মিয়া(কল্যাণপুর) ও সুমন মিয়া (জাহিদপুর)।


সন্মেলনে ২১ সদস্য বিশিষ্ট দোলারবাজার ইউনিয়ন জাসাসের আহবায়ক কমিটির নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন উপজেলা জাসাসের আহবায়ক আব্দুল আলিম।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি