বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন

ছাতকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে নগদ শিক্ষা সহায়তা প্রদান

  • প্রকাশের সময় : ২৯/১১/২০২৪ ০৫:২৮:৩৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
19

২০২৩-২৪ অর্থবছরে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ছাতকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা বিতরণ করা হয়েছে।  


বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে ছাতক উপজেলার ক্ষুদ্র নৃ- গোষ্টী ১৮জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়।


এ উপলক্ষে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে শিক্ষা সহায়তা  ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। 


বিতরণ অনুষ্ঠানে নৃ- গোষ্ঠী প্রাথমিকের ১০ জন শিক্ষার্থীকে ২৫০০ টাকা করে, মাধ্যমিক পর্যায়ের ৬ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৬০০০ টাকা করে এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া২ জন শিক্ষার্থীকে ৯০০০ টাকা করে নগদ শিক্ষা সহায়তা প্রদান করা হয়।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি