বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ অপরাহ্ন

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, দোয়ারাবাজার সীমান্তে আটক ২

  • প্রকাশের সময় : ২৯/১১/২০২৪ ০৫:১৮:১১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
137

রাতের অন্ধকারে সীমান্ত অতিক্রম করে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে প্রবেশকালে ২ বাংলাদেশি নাগরিককে আটক করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বাগান বাড়ী বিওপির বিশেষ টহল দল।


বৃহস্পতিবার (২৮ নভেম্বর ) রাত ৮টার দিকে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 


আটকরা হলেন- উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা গ্রামের -মো: শফিকুল ইসলামের পুত্র মো: সাইফুল ইসলাম সোহাগ (২০) ও বাগানবাড়ি গ্রামের মো: কুনু মিয়ার পুত্র মো: শহিদ মিয়া (২২)।


এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় বিজিবি টহল দল দায়িত্ব পালন করছিলেন। গোপন সংবাদে জানতে পারেন সীমান্তের মেইন পিলার ১২২৭/৬-এস এলাকা দিয়ে ২জন বাংলাদেশি নাগরিক চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। খবর পেয়ে বাগানবাড়ি  বিওপির টহল ২জন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটক ব্যক্তিদের দোয়ারাবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


এব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ চেষ্টা মামলাসহ চক্রটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি