ছাতকে আপন ভাইয়ের হামলার শিকার হয়ে এক বয়োবৃদ্ধ মহিলা থানায় লিখিত অভিযোগ করেছেন। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের নোয়ারাই-ইসলামপুর এলাকার মরহুম আলতাব আলীর স্ত্রী উম্মে সালমা থানায় তার ভাই আমির আলীর বিরুদ্ধে এ অভিযোগ দেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, উম্মে সালমা তার বসতঘর মেরা মতের জন্য গ্রামের সমছু মিয়া ও রমজান আলীকে কামলা নিয়োগ করেন। তারা যথারীতি বসতঘরে কাজ করা অবস্থায় বাদীর ছোট ভাই আমির আলী (৪৫) তাদের বসতঘরে এসে কামলাদের হাত থেকে দা জোরপূর্বক কেড়ে নিয়ে তাদেরকে মারপিট করতে থাকে।
এমতাবস্তায় মামলার বাদিনী উম্মে সালমা ও আমেনা বেগম উর্মি বসত ঘরের মধ্যে তাদেরকে (কামলা) রক্ষা করতে আগাইয়া আসেন। বিবাদী আমির আলী তখন মহিলাদের উপর চড়াও হয়ে তাদেরকে মারপিট করতে থাকে। স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেন। আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
হাসপাতালে চিকিৎসা নেয়ার পর থানায় আমির আলীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন,উম্মে সালমা। ছাতক থানার এস আই মোঃ আব্দুস সাত্তার অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে জানান, অভিযোগের প্রেক্ষিতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উম্মে সালমা জানান, ভাই আমির আলীর সাথে তাদের জমি নিয়ে মামলা মোকদ্দমা রয়েছে। আমির আলী দীর্ঘদিন ধরে তাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়ে বাড়ি জোর দখলের চক্রান্ত করছে। এর জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।