বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

গোয়াইনঘাটে মোটরসাইকেলের ধা'ক্কায় শিশুর মৃ'ত্যু

  • প্রকাশের সময় : ২৯/১১/২০২৪ ০৩:০৯:৫০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
26

সিলেটের গোয়াইনঘাটে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে হুমায়ুন (৫) নামের এক শিশু। এঘটনায় আহত হয়েছে আরও একজন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


নিহত হুমায়ুন উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের আলীরগাঁও গ্রামের আলী আহমেদের ছেলে।


শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে আটটায় উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের আলীরগাঁও গ্রামের বান মসজিদ সংলগ্ন সারিঘাট-গোয়াইনঘাটগামী রাস্তায় সারিঘাট হইতে গোয়াইনঘাট অভিমুখে আসা একটি মোটরসাইকেলের সাথে স্বজোরে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।


 পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জৈন্তাপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হুমায়ুন আমদ (০৫)কে মৃত ঘোষনা করে এবং তাহার বোন মুনতাহা বেগমকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।


জানা যায় আহত নিহত হুমায়ুন ও তার বোন মুনতাহা তাদের বাড়ির পাশের সারীঘাট গোয়াইনঘাট সড়ক পায়ে হেটে পার হচ্ছিলো। এসময় সাররিঘাট থেকে গোয়াইনঘাট অভিমুখে আসা দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে স্বজোরে ধাক্কা মেরে মোটরসাইকেল রেখে চালক পালিয়ে যায়।


দূর্ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই(নিঃ) জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তিনি জানান,  সুরৎহাল রিপোর্ট তৈরি করে পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি