সিলেটের কোম্পানীগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অপরাধে ৩ জনকে ১৫ দিন করে সাজা, ২ লাখ টাকা জরিমানা ও ২টি ট্রাক্টর আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার রাত ১২টা থেকে ৩টা পর্ষন্ত ভোলাগঞ্জ দশনম্বার সংলগ্ন এলাকা থেকে ৩ ব্যক্তিকে আটক করে ১৫ দিনোর সাজা দেওয়া হয়।এসময় ৫টি মামলায় ২ লক্ষ টাকা জরিমানা এবং শাহ আরফিন মাজার এলাকা থেকে ২টি ট্রাক্টর জব্দ করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট ফরহাদ আহমেদ এই অভিযান পরিচালনা করেন। এ সময় থানা পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত।
সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার টুকের বাজারের আব্দুল গফুর'র পুত্র আব্দুল জলিল, তেলিখাল গ্রামের শরিফ উদ্দিনের পুত্র শামিম আহমেদ, কাঁঠালবাড়ি গ্রামের অলিউর রহমানের পুত্র মোহাম্মদ আলী।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে ১৫দিনের সাজা, ৫টি মামলায় ২লক্ষ টাকা জরিমানা, এবং ২টি ট্রাক্টর জব্দ করা হয়।