বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন
লক্ষ টাকার ফুটবল টূর্ণামেন্টে

বিশ্বনাথে এবার দর্শকের জন্য থাকবে লক্ষ টাকার র‍্যাফেল ড্র

  • প্রকাশের সময় : ২৮/১১/২০২৪ ০৫:৪৮:৩৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
16

সিলেটের বিশ্বনাথে লক্ষ টাকার ফুটবল টূর্ণামেন্টের ৫ম আসরের পর্দা উঠছে আগামী ২ জানুয়ারী উপজেলার শ্রীধরপুর মাঠে। প্রবাসীদের অর্থায়নে এবং উপজেলা ফুটবল এসোসিয়েশন ও উপজেলা খেলোয়াড় কল্যাণ সংস্থার আয়োজনে লক্ষ টাকার ফুটবল টূর্ণামেন্টে দর্শকদের জন্য এবার পুরষ্কার থাকছে নগদ এক লক্ষ টাকা। 


বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের শেখ আবুল বাশারের বাসা প্রাঙ্গণে এক প্রস্তুতি সভায় এ ঘোষণা দেন আয়োজকরা।


আয়োজকরা আরও জানান, ৫ম আসরে অংশ নেয়ার জন্য ইতিমধ্যে বৃহত্তর সিলেটের ৭০টি ফুটবল দল আবেদন করেছে। এর মধ্য থেকে বাছাই করে ১৬টি দল টূর্ণামেন্টে অংশ নেবে। চ্যাম্পিয়ান দলের প্রাইজ মানি থাকছে ৩ লক্ষ টাকা ও রানার্স আপ দল পাবে নগদ ২ লক্ষ টাকা।


এ টূর্ণামেন্টের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল বিশ্বনাথেরগাও গ্রামের ফুটবল মাঠে, ২য় আসর রাজনগরের মাঠে, ৩য় আসর শিমুলতলা মাঠে ও ৪র্থ আসর অনুষ্ঠিত হয়েছিল জানাইয়া ফুটবল মাঠে। আর এবারের ৫ম আসর ঐতিহ্যবাহী শ্রীধরপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হচ্ছে।


উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েলের সভাপতিত্বে প্রস্তুতি সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন টুর্ণামেন্টের অন্যতম পৃষ্টপোষক ও শাহ তাহির আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মো. আবুল বাশার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন, বিশ্বানথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ।


বক্তব্য রাখেন, উপজেলা খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি লোকমান মিয়া, শ্রীধরপুর গ্রামের মুরব্বি সোলেমান খান বাবুল, বিএফসি ফুটবল একাডেমির সভাপতি লুৎফুর রহমান জুয়েল, খোলোয়াড় কল্যাণ সংস্থার সহ-সভাপতি হেলাল আহমদ, উপজেলা ফুটবল এসাসিয়েশনের কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পি।


শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, খেলোয়াড় কল্যাণ সংস্থার সহ-সভাপতি মিছবাহ উদ্দিন।


অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ধারাভাষ্যকার আরকুম আলী। 


উদ্বোধনী ম্যাচসহ প্রত্যেকটি ম্যাচ মাঠে গিয়ে উপভোগ করার জন্য ফুটবল প্রেমীদের আমন্ত্রণ জানিয়েছেন অর্থদাতা প্রবাসীরা ও আয়োজকরা।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি