শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে এবার হাওর রক্ষা বাঁধ নির্মাণে জিরো টলারেন্স দেখানো হবে বলে মন্তব্য করলেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খন্দকার।
তিনি বলেন, হাওর এলাকার মানুষর একমাত্র ফসল বোরো ধানের রক্ষার ব্যাপারে হাওর রক্ষা বাঁধ নির্মাণে কোন ধরণের দুর্নীতি, কাজে গাফিলতি ও তদবির সহ্য করা হবে না। প্রয়োজনে যারা এগুলো করবে, তাদের নাম ও পরিচয় সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘সংশোধিত কাবিটা নীতিমালা ২০২৩’-এর আলোকে কাবিটা স্কিম বাস্তবায়ন ও মনিটরিং উপজেলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
পানি উন্নয়ন বোর্ডের দিরাই অফিসের উপ-সহকারি প্রকৌশলী শাখা কর্মকর্তা (এসও) এ.টি.এম. মোনায়েম হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন দিরাই থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক, পিআইও মোঃ মনির হোসেন, উপ-সহকারি প্রকৌশলী উজ্জ্বল খান, এলজিইডির কাউসার আলম, ব্র্যাকের মোঃ রাসেল মিয়া, মোছাঃ হেলেনা বেগম, বিএনপির প্রতিনিধি মঈন উদ্দিন চৌধুরী মাসুক, বাবুল সরদার, দিরাই প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সাংবাদিক সামছুল ইসলাম, জামায়াত প্রতিনিধি উবায়দুল হক প্রমুখ। এ সময় আগামীতে বাস্তবায়নকৃত পিআইসি উপস্থাপন করে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়।
এক্ষেত্রে উপজেলা কমিটির সার্বিক সহযোগিতা কামনা করা হয়।