মৌলভীবাজারের কুলাউড়ায় ধর্ষণে স্বামী পরিত্যক্তা গৃহবধূ অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এ ঘটনায় মামলা হলে আব্দুল খালিক (৩৫) নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে মৌলভীবাজার জেলহাজতে প্রেরণ করেন।
গ্রেফতার আব্দুল খালিক উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্রিউলি গ্রামের বাতির মিয়ার ছেলে।
থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, একই গ্রামের স্বামী পরিত্যক্তা ৩ সন্তানের জননীকে তার ইচ্ছার বিরুদ্ধে গত ২৫ আগস্ট রাতে জোরপূর্বক ধর্ষণ করে আব্দুল খালিক। গৃহবধূর চিৎকারে তার চাচাতো বোন এগিয়ে এলে আব্দুল খালিক পালিয়ে যায়। ধর্ষণের ঘটনার পর গৃহবধূ বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করেন। ধর্ষণের শিকার ওই গৃহবধূ বর্তমানে ২ মাসের অন্তঃসত্ত্বা।
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার জানান, মঙ্গলবার রাতে ওই গৃহবধূ কুলাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।