বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন

তারাপুর চা-বাগান পরিদর্শনে জেলা প্রশাসনের টিম

  • প্রকাশের সময় : ২৭/১১/২০২৪ ১১:৪১:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
24

তারাপুর চা বাগান পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসনের একটি টীম। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল-জুনায়েদের নেতৃত্বে বাগানসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন তারা।

 

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় মোতাবেক তারাপুর চা বাগানসহ দেবোত্তর সম্পত্তির সভাপতি জেলা প্রশাসক। সেই আলোকে আপিল বিভাগের রায় বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক কর্তৃক গঠিত ম্যাজিস্ট্রেট ও অপারেশন টিম সরেজমিনে অবৈধ দখলদারের অবস্থান পর্যবেক্ষণ করেন। অবৈধ দখলদার উচ্ছেদের জন্য নতুনভাবে তালিকা তৈরিকরণ ও অবৈধ দখলের হাত থেকে রক্ষার উদ্দেশ্যে রাধা কৃষ্ণ মন্দির ও বাগানের উন্নয়নমূলক কাজ তথা বাগানের আয়ের উদ্দেশ্যে নির্মিত দোকান কোটা পরিদর্শন করেন। এছাড়া তারাপুর চা বাগানের ব্যবস্থাপক রিংকু চক্রবর্তীকে সাথে নিয়ে বাগানের সমুদয় ভুমি পরিদর্শন করেন।


এসময় এডিসি রেভিনিউ, সরকারি কমিশনার ভূমি মহানগর, সহকারি কমিশনার ভূমি সদর, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জালালাবাদ থানা, এয়ারপোর্ট থানা এবং কোতোয়ালি থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি