বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন

আইনজীবী সাইফুল হত্যাকারীদের শাস্তির দাবিতে শ্রীমঙ্গলে বি ক্ষো ভ

  • প্রকাশের সময় : ২৭/১১/২০২৪ ০৯:১৬:৫২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
25

শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি: আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল করেছে শ্রীমঙ্গল  শিক্ষার্থীরা।


বুধবার (২৭ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল  সরকারি  কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 


এসময় বক্তারা আইনজীবী সাইফুল হত্যায় জড়িতদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জোর দাবী এবং ইসকন নিষিদ্ধের দাবী জানান।


সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাওলানা মোঃ মুজাহিদুল ইসলাম, স্টুডেন্টস অ্যালায়েন্স এর উপদেষ্টা ফারহানা নাজনীন মিশি, এক্সিকিউটিভ মেম্বার ইসরাত জাহান ইপা, মোঃ ইমরান আহমেদ, শেখ আহমদ নাঈম সাকিব, মকবুল হোসেন, মুক্তাদির হোসেন, দেলোয়ার হোসেনসহ আরো অনেকে। 


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাওলানা মোঃ মুজাহিদুল ইসলাম, জুলাই বিপ্লবে রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে। হিন্দু ভাইদের অনুরোধ, আপনারা ষড়যন্ত্রে পা দেবেন না। আমরা ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে অসাম্প্রদায়িক দেশ গড়ব।


উল্লেখ্য, মঙ্গলবার ২৬ নভেম্বর বিকেলে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।


জানা যায়, নিহত আইনজীবীর  সাইফুল ইসলাম চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকার জামাল উদ্দিনের ছেলে। তিনি এক কন্যা শিশু সন্তানের জনক। তিনি বর্তমানে দরবেশহাট রোডস্থ নিজস্ব বাড়িতে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি