সিলেটের কোম্পানীগঞ্জে ২০২৪ সালের জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা সহকারী (ভূমি) ফরহাদ আহমেদ এবং সোহাগ আহমদের যৌথ সঞ্চালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কামরুজ্জামান রাসেল, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী, পুর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, ইছাকলস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, শফিকুল হক, জাকির হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ, পল্লী বিদ্যুতের ডিজিএম মৃণাল কান্তি চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নি, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম ও জেলা এবং উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
সারা দেশের ন্যায় গণঅভ্যুত্থানে কোম্পানীগঞ্জ উপজেলায় আহত হয়েছেন প্রায় ৪০ জন। তাদের সকলকে ফুল দিয়ে বরণ করে উপজেলা প্রশাসন। উপস্থিত আহত সবাইকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদানও প্রদান করা হয়। বক্তব্য শেষে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও আহত পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।