বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন
ভয়েস অব আমেরিকার জরিপ

৫৭ শতাংশ মানুষ আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চায়

  • প্রকাশের সময় : ২৭/১১/২০২৪ ০৫:১৮:০৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহিত
Share
41

আওয়ামী লীগকে রাজনীতিতে দেখতে চায় দেশের ৫৭ শতাংশ মানুষ। আর দলটিকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন ৩৫ দশমিক ৫ শতাংশ মানুষ। ‘আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা উচিৎ, না রাজনীতি করতে দেওয়া উচিত’– ভয়েস অব  আমেরিকা বাংলার এমন জরিপে উত্তরদাতারা এ মতামত দিয়েছেন।




উত্তরদাতাদের ৪ দশমিক ৯ শতাংশ এ ব্যাপারে জানেন না বলে জানিয়েছেন। ২ দশমিক ৬ শতাংশ এ প্রশ্নের উত্তর দিতে রাজি হননি। অন্য উত্তরদাতাদের তুলনায় ১৮ থেকে ৩৪ বছর বয়সী তরুণ উত্তরদাতারা (৩৯ দশমিক ৯ শতাংশ) আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে বেশি সংখ্যায় মত দিয়েছেন। ৩৫ বছর বা তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের ৩০ দশমিক ৮ শতাংশ মত দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে।




গত ৫ অগাস্ট ছাত্র–জনতার নেতৃত্বে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কেমন আছে বাংলাদেশ, এ নিয়ে কী ভাবছেন দেশের নাগরিকরা, এ বিষয়ে অক্টোবরের ১৩ থেকে ২৭ তারিখ, ভয়েস অব আমেরিকা দেশব্যাপী একটি জরিপ করে।




জরিপটি ভয়েস অব আমেরিকা বাংলার এডিটোরিয়াল নির্দেশনা অনুযায়ী পরিচালনা করে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড। ভয়েস অফ আমেরিকার ঠিক করে দেওয়া সুনির্দিষ্ট (ক্লোজ এন্ড) প্রশ্নমালার ওপর ভিত্তি করে কম্পিউটার এসিস্টেড টেলিফোন ইন্টারভিউইং এর মাধ্যমে দেশের আটটি বিভাগে ১৮ বছর বা এর চেয়ে বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে জরিপটি পরিচালিত হয়। এ নিয়ে আজ বুধবার প্রতিবেদন প্রকাশ করা হয়।



 


আওয়ামী লীগ স্থায়ী নিষিদ্ধের পক্ষে ৫৪.১ শতাংশ


আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে কতদিনের জন্য করা উচিৎ? এমন প্রশ্নের জবাবে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিৎ বলে মত দিয়েছেন সেসব উত্তরদাতাদের অর্ধেকের বেশি, ৫৪ দশমিক ১ শতাংশ উত্তরদাতা বলেছেন, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা উচিৎ।




নিষিদ্ধের পক্ষে মত দেওয়া উত্তরদাতাদের ১৫ দশমিক ২ শতাংশ দেখতে চান আওয়ামী লীগকে ১০ বছরের বেশি সময় নিষিদ্ধ করা হয়েছে আর ৫ থেকে ১০ বছর নিষিদ্ধ করা হয়েছে দেখতে চান ৮ দশমিক ৯ শতাংশ।





আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে মত দেওয়া উত্তরদাতাদের ১১ দশমিক ২ শতাংশ চান ১ থেকে ৫ বছর নিষিদ্ধ আর ৩ দশমিক ৩ শতাংশ বলেছেন তারা ১ বছরের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে। এ ব্যাপারে উত্তর দিতে চাননি ১ দশমিক ৮ ও জানেন না বলেছেন ৫ দশমিক ৫ শতাংশ।





তরুণ উত্তরদাতাদের (১৮ থেকে ৩৪) ৫৩ দশমিক ৯ শতাংশ এবং ৩৫ বা তার চেয়ে বেশি বয়সী ৬০ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা আওয়ামী লীগকে রাজনীতি চালিয়ে যেতে দেওয়ার পক্ষে মত দিয়েছেন। নারী উত্তরদাতাদের মধ্যে ৫২ দশমিক ২ ও পুরুষদের মধ্যে ৬১ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা চান আওয়ামী লীগকে রাজনীতি চালিয়ে যেতে দেওয়া হোক। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া উচিৎ বলে মনে করেন গ্রামীণ উত্তরদাতাদের ৫৭ দশমিক ১ শতাংশ ও শহরের উত্তরদাতাদের ৫৬ দশমিক ৭ শতাংশ।





অন্যদিকে, আওয়ামী লীগকে রাজনীতিতে থেকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন তরুণ উত্তরদাতাদের (১৮ থেকে ৩৪) ৩৯ দশমিক ৯ এবং ৩৫ বা তার চেয়ে বেশি বয়সী উত্তরদাতাদের ৩০ দশমিক ৮ শতাংশ। শহরের উত্তরদাতাদের ৩৮ দশমিক ২ এবং গ্রামীণ উত্তরদাতাদের ৩৪ দশমিক ৬ শতাংশ আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চান। নারীদের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ চান ৩৮ দশমিক ৭ ও পুরুষদের মধ্যে ৩২ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা। আওয়ামী লীগ নেতাদের নিষিদ্ধ করার পক্ষে ৪৬ দশমিক ৮ শতাংশ, ৪৫ দশমিক ৮ শতাংশ রাজনীতি করতে দেওয়ার পক্ষে।





আওয়ামী লীগের নেতাদের রাজনীতিতে অংশগ্রহণ কি নিষিদ্ধ করা উচিৎ না রাজনীতি করতে দেয়া উচিৎ, এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন ৪৬ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা। যদিও প্রায় সমান সংখ্যক ৪৫ দশমিক ৮ শতাংশ তাদের রাজনীতি করে যেতে দেওয়া ও নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার পক্ষে।




৪ দশমিক ২ শতাংশ এ ব্যাপারে জানেন না আর ৩ দশমিক ১ শতাংশ উত্তরদাতা, এ বিষয়ে উত্তর দিতে রাজি হননি। বয়স্ক উত্তরদাতাদের তুলনায় তরুণরা আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধের পক্ষে বেশি সংখ্যায় মত দিয়েছেন। ১৮ থেকে ৩৪ বছর বয়সী উত্তরদাতাদের ৫২ দশমিক ১ শতাংশ ও ৩৫ ও তার চেয়ে বেশি বয়সী উত্তরদাদের ৪১ দশমিক ৩ শতাংশ আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করার পক্ষে।





শহরের উত্তরদাতাদের ৪৮ দশমিক ৮ শতাংশ, গ্রামীণ উত্তরদাতাদের ৪৬ দশমিক ২, পুরুষদের ৪৪ দশমিক দশমিক ৪, নারীদের ৪৯ দশমিক ৩, তরুণদের (১৮ থেকে ৩৪) ৫২ দশমিক ১ এবং ৩৫-এর উর্ধ্বে উত্তরদাতাদের ৪১ দশমিক ৩ শতাংশ আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছেন।




 


নেতাদের নিষিদ্ধ করা হলে কতদিনের জন্য?


যারা আওয়ামী লীগ নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করার পক্ষে সেসব উত্তরদাতাদের ৫৪ দশমিক ৫ শতাংশ চান আওয়ামী লীগ নেতাদের স্থায়ীভাবে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক।





১০ বছরের বেশি নিষিদ্ধ চান ১১ দশমিক ২ শতাংশ, ৫ থেকে ১০ বছর নিষিদ্ধ চান ৮ দশমিক ৬ শতাংশ, ১ থেকে ৫ বছর নিষিদ্ধ চান ১২ দশমিক ২ শতাংশ আর ১ বছরের জন্য নিষিদ্ধ চান ৫ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা। এক বছরের জন্য আওয়ামী লীগ নেতাদের নিষিদ্ধ দেখতে চান ৫ দশমিক ৩ শতাংশ, এ ব্যাপারে কিছু জানেন না বলেছেন ৭ দশমিক ৪ শতাংশ এবং উত্তর দিতে চাননি শূন্য দশমিক ৮ শতাংশ উত্তরদাতা।




অপরদিকে আওয়ামী লীগ নেতাদের রাজনীতি করতে দেয়া উচিৎ মত দেওয়া উত্তরদাতাদের মধ্যে তরুণ উত্তরদাতাদের (১৮ থেকে ৩৪) ৫৩ দশমিক ৯ শতাংশ ও ৩৫ বছর বা তার চেয়ে বেশি বয়সীদের ৬০ দশমিক ৮ শতাংশ আওয়ামী লীগ নেতাদের রাজনীতি করে যেতে দেওয়ার পক্ষে। পুরুষ উত্তরদাতাদের ৬১ দশমিক ৮ শতাংশ আর নারীদের ৫২ দশমিক ২ শতাংশ আওয়ামী লীগ নেতাদের রাজনীতি করে যেতে দেওয়ার পক্ষে।


সিলেট প্রতিদিন / এসএল


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি