কুলাউড়া উপজেলার কর্মধার মুরাইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব লাল বারই’র বিরুদ্ধে শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ তুলে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় বিক্ষুদ্ধ জনতা প্রধান শিক্ষককে গণধোলাই দিয়ে তাকে চা বাগানের একটি বাংলোয় আটকে রাখে। পরে বিকেল ৩টার দিকে জনরোষ থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন তালুকদার বলেন, ‘জনতার রোষানল থেকে প্রধান শিক্ষক কেশব লাল বারইকে উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে আসা হয়েছে। শিক্ষার্থীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
এব্যাপারে কুলাউড়া থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কুলাউড়া থানায় মামলা রূজু করা হয়েছে এবং বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।