বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন

ট্রাক-মোটরসাইকেল সং'ঘ'র্ষে নিহ'ত ২

  • প্রকাশের সময় : ২৭/১১/২০২৪ ১১:০৩:৪৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
34

হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুকড়া এলাকায় এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন - আব্দুল কাদির (২৪) ও কাউছার মিয়া (২২)। 


আব্দুল কাদির নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের মুজিবুর রহমানের ছেলে এবং কাউছার মিয়া একই গ্রামের আব্দুল মজিদের ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানান, মোটরসাইকেল দিয়ে হবিগঞ্জ শহরে যাচ্ছিলেন আব্দুল কাদির ও কাউছার মিয়া। এ সময় উল্টো দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে আব্দুল কাদির ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কাউছার মিয়ার মৃত্যু হয়।


বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি