বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ অপরাহ্ন

রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সহায়তা বৃদ্ধি ও দ্রুত প্রত্যাবাসনের অনুরোধ

  • প্রকাশের সময় : ২৫/১১/২০২৪ ১১:১৫:১১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
15

রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য সহায়তার পরিমাণ বৃদ্ধি ও দ্রুত প্রত্যাবাসনে ভূমিকা পালনের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি-কে (WFP) অনুরোধ জানালেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।


২২ নভেম্বর ২০২৪ তারিখে ইতালির রোমে WFP সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচয় পত্র প্রদান অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী পরিচালক মিজ্ সিন্ডি ম্যাককেইন-এর সাথে বৈঠককালে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।


রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি বলেন, মিয়ানমারে চলমান সহিংসতা ও জাতিগত নিধনের কারণে ২০১৭ সাল থেকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসমূহে প্রতি বছর নতুন শিশু জন্ম নেয়ায় এবং মিয়ানমারে সহিংসতা চলমান থাকায় নতুন শরণার্থী বাংলাদেশে আশ্রয় গ্রহণ করায় মোট শরণার্থীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, যার তথ্য নিয়মিতভাবে সংগ্রহ ও WFP-র জরুরী খাদ্য সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা প্রয়োজন। রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ফর্টিফাইড রাইস বিতরণ কার্যক্রমে সকল শরণার্থীকে অন্তর্ভু্ক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। 


রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশের ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের প্রসার এবং সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ‘স্কুল মিল’ কার্যক্রমে স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্যপণ্যের ব্যবহার বৃদ্ধির কৌশল (পলিসি) নির্ধারণে WFP-র নির্বাহী পরিচালক-এর সহযোগিতা প্রত্যাশা করেন।


রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি যুদ্ধবিধ্বস্ত গাজাসহ বিশ্বের অন্যান্য যুদ্ধবিধ্বস্ত দেশসমূহে WFP কর্তৃক পরিচালিত জরুরী খাদ্য সহায়তা কার্যক্রম ও উদ্ধার তৎপরতার প্রশংসা করেন এবং সকল ফিলিস্তিনীদের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিতকরণের প্রতি গুরুত্বারোপ করেন। ২০২২ সালে WFP-র নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য WFP-র নির্বাহী পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান এবং নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে বাংলাদেশ সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে মর্মে রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নির্বাহী পরিচালককে আশ্বস্ত করেন।


নির্বাহী পরিচালক মিজ্ সিন্ডি ম্যাককেইন রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং স্থায়ী প্রতিনিধি হিসেবে WFP-র সকল কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের অনুরোধ করেন। WFP-র নির্বাহী পরিচালক বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য পরিচালিত মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির পরিধি সম্প্রসারণের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হবে মর্মে রাষ্ট্রদূতকে আশ্বাস প্রদান করেন।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি