বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন

মাধবপুরে চোরাই মোটরসাইকেল- ইয়াবাসহ গ্রেফতার ৫

  • প্রকাশের সময় : ২৪/১১/২০২৪ ০৬:২৩:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
27

হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি অভিযানে চোরাই মোটরসাইকেল ও  ইয়াবাসহ পাঁচ ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 


রোববার (২৪ নভেম্বর) ভোর রাতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার জগদীশপুর তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেফতার করেন। পরে তাদের তথ্যমতে উপজেলার রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আরেক সহযোগীকে গ্রেফতার করেন।


গ্রেপ্তারকৃতরা হল মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মো: মাসুক মিয়ার পুত্র মো: রুকু মিয়া (২৭),  মৃত নানু মিয়ার পুত্র মো: কামাল মিয়া (২৮) ও মো: সুমন মিয়া (২৬)। এর আগে শনিবার রাতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্ব পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর- ধর্মঘর রোডের হরিনখোলা এলাকায় অভিযান চালিয়ে ৮ শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।


গ্রেপ্তারকৃতরা হল, হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটি এলাকার মৃত বকুল মিয়ার পুত্র মো: জসিম মিয়া (৩৫) ও আনোয়ারপুর এলাকার মৃত হীরা মিয়ার পুত্র মো: সাজন মিয়া (২২)। মাধবপুর থানার অফিসার ইনচার্জ  আব্দুল্লাহ আল মামুন রবিবার দুপুরে এর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে রবিবার দুপুরেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি