বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:১৮ অপরাহ্ন

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য হতে আবেদন আহবান

  • প্রকাশের সময় : ২৪/১১/২০২৪ ০১:৫৫:২৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

ঐতিহ্যবাহী বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য হতে আগ্রহী মূলধারার গণমাধ্যমকর্মীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথ মডেল প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের মাসিক সভায় নতুন সদস্য নেয়ার সিদ্ধান্ত হয়। 


সিদ্ধান্ত অনুযায়ী, দৈনিক সংবাদপত্র (স্থানীয় ও জাতীয়), স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালে বিশ্বনাথ উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সদস্য হতে আবেদন করতে পারবেন। 


আবেদনপত্রের সঙ্গে গণমাধ্যমে ন্যূনতম ১ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতার প্রমাণ, শিক্ষাগত সনদের ফটোকপি, (রিপোর্টারের ক্ষেত্রে এইচএসসি ও ফটো সাংবাদিকের ক্ষেত্রে এসএসসি উত্তীর্ণ হতে হবে), দুইকপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, বর্তমানে কর্মরত গণমাধ্যমের নিয়োগপত্র/পরিচয়পত্র ও নিজ নামে পত্রিকায় প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনের ফটোকপি সংযুক্ত করতে হবে।


আগামী ২৫ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর তারিখ পর্যন্ত প্রেসক্লাব থেকে অফেরতযোগ্য ৫০০ টাকার বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত।


এদিকে, প্রেসক্লাবের মাসিক সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন)।  সাধারণ সম্পাদক নবীন সোহেল (কালবেলা) এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), আশিক আলী (যুগান্তর), অর্থ সম্পাদক আব্দুস সালাম (ইনকিলাব), প্রচার সম্পাদক মশাহিদ আলী (সিলেট প্রতিদিন), সদস্য সালেহ আহমদ সাকী (শ্যামল সিলেট), মিছবাহ উদ্দিন (আমার সংবাদ), বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ)।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি